× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৪, ১৫:১৬ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: দেখে শিখবেন না ঠেকে শিখবেন? যা দেখলেন তা পরের বার বদলে যাবে, একবার ঠেকলেও পরেরবার একইভাবে ঠেকে যাবেন তাও নয়। সুতরাং দেখে, ঠেকে শেখার পাশাপাশি  নিত্যনতুন জিনিস শিখতে হবে। সামনে আসছে নতুন মোড়কে নতুন বিপদ। শুভ সংখ্যাঃ ৪। শুভ রংঃ লাল।


বৃষ [২১ এপ্রিল-২০ মে]: স্বাস্থ্য আর অর্থনৈতিক সাফল্য দু'দিকেই ঠিকঠাক মনোযোগ দেওয়া যায় যদি কঠোর সময়ানুবর্তিতা মেনে চলা যায়। ঘড়ির চাবি ঘোরান। ওহ স্যরি, ব্যাটারি বদলান। আবারও দুঃখিত! আপনি তো স্মার্টওয়াচ ইউজ করেন। চার্জে দেন। চার্জে দেওয়া অবস্থায় সময় দেখবেন কি করে? ব্যাকআপ আছে তো? শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ আসমানী।

 

মিথুন [২১ মে-২০ জুন]: প্রবাসী কোনো কাছের লোকের দুঃসংবাদ পাবেন। বাসায় বেশি করে খাদ্যবস্তু সংরক্ষণ করুন। বরকত মিলবে। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ কালো।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: গতকাল (১৫ নভেম্বর) ২২টি দেশে শুভমুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা 'দরদ'। ছবিটা হলে গিয়ে দেখেন আর নাই দেখেন, আপনার জন্য যে দরদ দেখানোর কেউ নেই সেটা কি জানেন? শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ নীল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে পড়ার সময়, হিন্দি সিরিয়ালের মত ব্যাকগ্রাউন্ডে অনেকক্ষণ ধরে মিউজিক বাজবে না। আর পড়ার সময় স্লো-মোশনেও পড়বেন না। ধপাস করে পড়বেন। শুধু পরাজয়, নো ড্রামা নো গ্লোরি। শুভ সংখ্যা -১০। শুভ রংঃ লাল।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: নিওন আলোয় কে জানায় আপনাকে স্বাগতম? আর আপনার নিওন আলো উপভোগ করতে কাউকে লাগবে কেন? তবে কেউ স্বাগত জানালে জানাতেও পারে। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ হলুদ।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: কলা বেঁচে ছোলা খান? ছোলা কাঁচা খাবেন। ঘোড়ার মত দৌড়াবেন সকালে। এই শীতে শরীরের জড়তা কাটবে। আর কলার উৎপাদন যেন ঠিক থাকে সেদিকেও যেন নজর থাকে। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সাদা।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: এবার আবিষ্কার করবেন আরও কত তুচ্ছ বিষয়ে পারিবারিক কলহ লাগতে পারে। তবে সেটা আপনার পরিবারে নয়, প্রতিবেশির পরিবারে। জানলা, বারান্দা এগুলো লাগোয়া তাই চিল্লাচিল্লিতেই শুনতে পাবেন কি হতে যাচ্ছে। ফ্রি থাকলে পপকর্ণ হাতে নিয়ে বসবেন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ অফ-হোয়াইট।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ডাক্তার প্রেসক্রিপশনে ভুল ওষুধ লিখে দেবে। অসাবধানতাবশত। পরিচিত কোনো মেডিসিনের ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন সময় করে। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ লাল।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: গর্ভাবস্থায় আপনার মা কি কি কষ্ট করেছিল সেসব কি পুরোটা শুনেছেন কখনো? শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সবুজ।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: পত্রিকায় হলুদ সাংবাদিকতা করে কারা জানেন? যারা হিমুর ভক্ত। হলুদ পাঞ্জাবি তো একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হল হিমুর কাজই কিন্তু কথাবার্তায় মানুষকে বিভ্রান্ত করে দেওয়া। বিভ্রান্তকারীদের থেকে দূরে থাকুন। শুভ সংখ্যাঃ ৯৯৯। শুভ রংঃ হলুদ।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনার আজকের দিনটা ঘুমানোর। যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, ঘুমিয়ে পড়ুন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ সবুজ।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.